|
---|
লুতুব আলি : মেহমুদ খানের নেতৃত্বে ঝাপান ডাঙ্গায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ১৪ জুলাই ঝাপানডাঙ্গায় অনুষ্ঠিত হল শহীদ দিবসে যোগদানের প্রস্তুতি সভা। জামালপুরের ভূমিপুত্র জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে এদিনের সভাটি অনুষ্ঠিত হয়। পৌরহিত্য করেন জামালপুরের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক কুমার মাজি। এদিন হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা ঝাপানডাঙ্গা এলাকায় মিছিল করেন। মিছিল শেষে ঝাপান ডাঙ্গা বাজারে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অলক কুমার মাজি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা। মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের বিশেষ মর্যাদার আসনে বসিয়েছেন। এদিন অলক বাবু কেন্দ্রের জনবিরোধী নীতিগুলির সমালোচনা করেন। মেহমুদ খান বলেন, তৃণমূল কংগ্রেসের প্রবীণ রাই দলটিকে বলিষ্ঠ করেছেন। তাঁদের যোগ্য সম্মান দিতে হবে। তাঁদের নেতৃত্বেই দিদির হাত শক্ত হয়েছে। তিনি আরও বলেন, ২১ জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশে জামালপুর থেকে রেকর্ড সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন। বাংলা আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে দিয়েছে। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম আকাশচুম্বী হওয়ায় এদিনের সমাবেশে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা তীব্র ভাষায় বিজেপি কে আক্রমণ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ভূতনাথ মালিক, আবুজহাটি ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান আশরাফ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তরুণ কান্তি ঘোষ, রমজান শা, অমিয় কুমার প্রমুখ।