মেলোডি’র ডালি নিয়ে আবার বাংলার হৃদয় জয় করতে চলেছেন অরূপ-প্রণয়am,এবার সঙ্গী কুমার শানুর সুপুত্র জান কুমার শানু

নিজস্ব প্রতিবেদক : মুম্বাইয়ের অরূপ-প্রণয় জুটির কথা আমরা প্রত্যেকেই জানি।সেই অরূপ-প্রণয় জুটির প্রণয়-কে আমরা হারিয়েছি।অরূপ-প্রণয় জুটির অরূপ বন্দ্যোপাধ্যায় আবার স্বমহিমায়।এবার তিনি অরূপ-প্রণয়am নামে আবার বাঙালির হৃদয় জয় করতে চলেছেন।অরূপ-প্রণয়-এর সুরের জাদুতে,কুমার শানুর কণ্ঠে একের পর পর এক হিট মেলোডি গান উপহার দিয়েছিলেন নব্বইয়ের দশকে।কুমার শানুর সঙ্গে তাঁদের কাজ শুরু হয়েছিলো ১৯৯১ সালে ‘সুরের রজনীগন্ধা’ অ্যালবাম দিয়ে।এরপর ১৯৯২ সালে ‘কত যে সাগর নদী’ অ্যালবাম।তারপর একের পর এক হিট গান।

    এবার সেই মন কেমন করা মেলোডির জাদু ফিরিয়ে আনছেন অরূপ-প্রণয়am ।এবার তাঁর সঙ্গী কুমার শানুর সুপুত্র জান কুমার শানু।অ্যালবামের নাম ‘ভালোবাসার সুরে ঠিকানা’।গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।প্রথম মিউজিক ভিডিও অ্যালবামটি মুক্তি পাবে এই পুজোয়।মিউজিক অ্যালবামটির প্রযোজনা করেছেন রিতা কুমার শানু ভট্টাচার্য।

    অরুপ বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে বললেন,”যেহেতু শানুর সঙ্গে আমার ভ্রাতৃত্ব ভাব রয়েছে।শানু আর আমি (অরূপ-প্রণয়)পর পর ইতিহাস গড়েছি।১৯৯০ সালে ‘আমার প্রানের খাতা দিয়ে শুরু।এরপর ১৯৯১ সালে ‘সুরের রজনীগন্ধা’, ১৯৯২ সালে ‘প্রিয়তমা মনে রেখো’,১৯৯৩ সালে ‘সোনার মেয়ে’।২০০২ সালে ‘স্মৃতি তবু’ এরপর ‘একটি চোখে গঙ্গা, একটি চোখে পদ্মা’,’প্রেরণা’।শানুর সঙ্গে ১০০-এর উপর গান।এবার যাত্রা শুরু ছেলের সঙ্গে।মঞ্চে ,স্টুডিওতে ও ছবিতে চলবে এই জুটির কাজ ।শানুর ছেলেকে হিট করানোর ১০০ শতাংশ আমার চেষ্টা থাকবে।জান ছয় বছর বয়স থেকে গানের তালিম নিচ্ছে।ওর মধ্যে সঙ্গীতের বোধ,মধুরতার বোধ অত্যন্তভাবে পেলাম।”