|
---|
সেখ সামসুদ্দিন : অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুজোর প্যান্ডেল বন্ধ খবর ছড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে গ্রেপ্তার হল মেমারি থেকে একজন। ঘটনা প্রসঙ্গে জানা যায় গত ৭ সেপ্টেম্বর মেমারি কৃষ্ণবাজার মসজিদ তলা নিবাসী সুনীল মন্ডল নামে এক যুবক তার ফেসবুক পেজে দুর্গাপুজোর প্যান্ডেল হবে না রাজ্য সরকারের নির্দেশে বলে অপপ্রচার করে। তা খেয়াল করেন মেমারি শহর তৃণমূল যুব সভাপতি সৌরভ সাঁতরা। সৌরভ সাঁতরা তার স্ক্রিন শর্ট নিয়ে নিজস্ব প্যাডে মেমারি থানায় অভিযোগ জানান ১০ সেপ্টেম্বর। অভিযোগ করেন রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়িয়ে মানুষকে সরকারের প্রতি ঘৃণা জন্মানোর উদ্দেশ্যে এই কাজ করেছেন যা কাম্য ছিল না। মেমারি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করে। এছাড়াও তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি বিকৃত করে পোস্ট করার। সুনীল মন্ডল দুটি অপরাধই ভুল করেছে বলে মিডিয়ার সামনে স্বীকার করে নেয়। ঘটনাক্রমে অভিযুক্ত ব্যক্তি বিজেপির শহর নেতা বলে জানা যায়। যদিও সৌরভ সাঁতরা বলেন কোনো রাজনৈতিক পরিচয়ে নয় ব্যক্তি সুনীল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।