|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপগন্তার ২ অঞ্চলের মল্লিকাপুর প্রাইমারি স্কুলে রক্তদান শিবির করা হয়। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য নির্দেশিত অঞ্চলভিত্তিক এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমিজসেবী ও মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা, জেলা, ব্লক, শহর ও অঞ্চলের সর্বস্তরের নেতৃত্ব। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যে শিবিরের কাজ শুরু হয়। ব্লক সহ সভাপতি সন্দীপ পরামানিক জানান বিধায়ক অসুস্থতার জন্য উপস্থিত না থাকতে পারলেও মেমারি বিধানসভা এলাকার কাজ থেমে নেই, তার নির্দেশে সমস্ত কাজই চলছে।