মেমারি ১ ব্লকের নিমো১ অঞ্চলে কামারপাড়াতে রক্তদান শিবির হয়।

সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লকের নিমো ১ অঞ্চলের কামারপাড়াতে একটি রক্তদান শিবির করা হয়। বর্ধমান ফুডিস ক্লাব ও কামারপাড়া বিপ্লবী ক্লাবের যৌথ উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির করা হয়। ৫০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এদিনের রক্তদান শিবির শুরু করা হয়। রক্তদান শিবির থেকে সাধারণ মানুষের প্রতি বার্তা রাখা হয় রক্তদান জীবন দান, রক্ত দিলে শরীরের কোন সমস্যা হয় না, বরং শরীরের পক্ষে উপকার হয়। এই রক্তদান শিবিরে দুই ক্লাবের কর্মকর্তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য ও তৃণমূল নেতা সন্দীপ পরামানিক। ফুডিস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন অনিতা রায় চৌধুরী, দেবজিত সিনহা, মৈনাক মুখার্জি সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং ক্লাবের পক্ষে ছিলেন বিকাশ চন্দ্র, গনেশ সাঁতরা, ইন্দ্রজিৎ দত্ত সহ সদস্যবৃন্দ। ইন্দ্রজিৎ দত্ত ও বিকাশ চন্দ্র জানান এই প্রথম তারা একটি রক্তদান শিবির করলেন, আগামী দিনে আরো বেশি করে এই ধরনের কাজ করবেন।