|
---|
নূর আহমেদ : করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের জেরে গরীব, ভবঘুরে, ভিক্ষাবৃত্তি করে খায় এমন মানুষজনের পাশে দাঁড়াতে এগিয়ে এল মেমারী ১ ব্লকের কলানবগ্রাম তরুন সংঘ। ক্লাবের তরফ থেকে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।ক্লাবের সদস্যরা রান্না করা খাবার রসুলপুর,দলুইবাজার হাটতলা, পালসিট, ২নং জাতীয় সড়কের ধারে থাকা মানুষজনের হাতে তুলে দেন। ক্লাবের সদস্য শঙ্খদীপ ঘোষ জানায় ১৮ই মে থেকে এই কর্মসূচি চলছে। প্রতিদিন ৫০-৬০ জন মানুষের মুখে খাবার তুলে দেওয়া হচ্ছে।আগামী বিধিনিষেধের দিনগুলিতে আমাদের এই কর্মসূচি চলবে। তারপর পরিস্থিতি বুঝে আরও কিছুদিন এই কর্মসূচি চালানো হতে পারে।।