|
---|
সেখ সামসুদ্দিন, ২৫ ফেব্রুয়ারিঃ আজ মেমারি শহর তৃণমূল কংগ্রেসের ১০ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ২২৪ অংশে একটি দলীয় কার্যালয় উদ্বোধন হয় তালপাতাতে। এই কার্যালয় থেকে মানুষকে বিভিন্ন রকম পরিষেবা দেয়া হবে। এছাড়া এ কার্যালয় থেকে সাংগঠনিক কাজকর্ম চালানো হবে। পতাকা উত্তোলনের মাধ্যমে এই কার্যালয় উদ্বোধন হয়। পতাকা উত্তোলন করেন ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সভাপতি প্রতিমা বসাক। উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, এসি-ওবিসি সেলের সভাপতি বিশ্বজিৎ বাগ, আইএনটিটিইউসি সভাপতি আশরাফ আলী, সংখ্যালঘু সেলের সভাপতি শেখ মিনহাজ উদ্দিন এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ ফজল বুথ সভাপতি শেখ কামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।