|
---|
সেখ সামসুদ্দিন, মেমারি : মেমারি ১ ব্লকের গন্তার অঞ্চলের মন্ডলজোনা গোরাচাঁদ ভলিবল তরুণ সংঘ আজাদী কা মহোৎসব উপলক্ষে নেহেরু যুব কেন্দ্র পরিকল্পিত স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশ নেয়। এদিন মন্ডলজোনা গোরাচাঁদ ভলিবল তরুণ সংঘ-এর উদ্যোগে প্লাষ্টিকের বিনিময়ে পিঁয়াজ দেওয়া হয়। দুর্মূল্যের যত কেজি প্লাস্টিক তত কেজি পিঁয়াজ দেওয়া সহজ নয়, তাও আবার প্রত্যন্ত গ্রামে। তবে গ্রামীণ এলাকায় তরুণ সংঘের এই উদ্যোগে এলাকার মানুষ উৎসাহিত হয়। দেখা যায় এলাকার তরুণ ছেলে মেয়েরা প্লাস্টিক কালেকশন করে নিয়ে এসে পিঁয়াজ নিচ্ছে। উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি সেখ রকিব আলি, সম্পাদক সঞ্জয় ঘোষ, কোষাধ্যক্ষ রূপক ঘোষ সহ পার্থ ঘোষ, নন্দন মন্ডল সহ সদস্যবৃন্দ। গ্রামীণ এলাকার এই ক্লাব থেকে ছেলে মেয়েরা কলকাতায় খেলতে যায়। প্রাক্তন বিধায়ক নার্গিস বেগমের আর্থিক সহায়তায় ক্লাব ঘর নির্মাণ ও মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় জিম সেন্টার চালু রয়েছে। আগামীতে সরকারিভাবে সহায়তা পেলে তারা এই গ্রাম থেকেই সামাজিক কাজে নিয়োজিত থেকে কাজ করতে চান।