|
---|
সেখ সামসুদ্দিন, ২৯ সেপ্টেম্বর : মেমারি ১ ব্লক অফিসে আইএএস ডাঃ রেহানা বাসিরের পর আবার ট্রেনিংয়ে এলেন কেরলীয়ান আইএএস অফিসার। স্বল্প বয়সী আইএএস অফিসার ২০২০ ব্যাচের বিষ্ণু দাস, যিনি অতিরিক্ত জেলাশাসক পদ মর্যাদার অফিসার। কেরলীয়ান হলেও বাংলা শিখছেন। অল্প হলেও বলার চেষ্টা করছেন। দুই মাসের জন্য ট্রেনিংয়ে মেমারিতে থাকবেন।এই দুই মাস বর্তমান বিডিও ডাঃ আলী মহঃ ওলি উল্লাহ জেলায় চার্জে থাকবেন। নিয়ম অনুযায়ী বিষ্ণু দাসের ট্রেণিং শেষে ফিরে আসবেন, যদি তার মধ্যে নতুন কোনো অর্ডার না হয়। আগামী ৮ অক্টোবর মেমারিতে অফিসিয়াল চার্জ নেবেন এই তরুণ অফিসার। তবে আজ চার্জ না নিলেও ব্লকে দুইটি পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ সমস্যার মিটিয়ে উপস্থিত থাকেন। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, বিডিও ডাঃ আলী মহঃ ওলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ্যক্ষ আব্দুল হালিম সহ সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান ও সদস্যবৃন্দ।