|
---|
সেখ সামসুদ্দিন : ১ মে, মেমারি ১ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন এর উদ্যোগে বাগিলা অঞ্চলের হাটপুকুরে একটি ইফতারের আয়োজন করা হয়। এখানে দুই শতাধিক রোজদারের সঙ্গে আরো শতাধিক মানুষ ইফতার করেন। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, মেমারি শহর আইএনটিটিইউসির সভাপতি সুকান্ত হাজরা, পূর্ব বর্ধমান জেলা আইটি সেলের প্রসূন দাস, মেমারি ১ ব্লক যুব সহ সভাপতি সৌমিত্র চ্যাটার্জী, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিত্যানন্দ ব্যানার্জী বলেন আমরা সম্প্রীতির মেলবন্ধন ও ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি সারা দেশের মানুষ যেন ভালো থাকে, ঈশ্বর যেন সকলের মঙ্গল করেন। আর সেই প্রার্থনার জন্যই আজকে আমরা ধর্ম মত নির্বিশেষে একত্রিত হয়েছি। ঈদের অগ্রিম শুভেচ্ছাও জানান তিনি।