মেমারি ১ ব্লক সভাপতি নেতৃত্বে দুর্গাপুর অঞ্চলের শুঁড়ো ও শ‍্যামনগর থেকে কয়েক শত বাইক মিছিল শুরু করেন।

সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লকের দশটি অঞ্চলে নেত্রী ঘোষিত তৃতীয় দিনে প্রতিবাদ মিছিল ও সভা করা হয়। মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্যের নেতৃত্বে দুর্গাপুর অঞ্চলের শুঁড়ো গ্রামে একটি মিছিল শুরু হয়। অপরদিকে ঐ অঞ্চলের শ‍্যামনগর থেকে কয়েক শত বাইক মিছিল শুরু করেন ব্লক সভাপতি। এই দুই মিছিল দুর্গাপুর গ্রামে হাসপাতাল মোড়ের বটতলায় মিলিত হয়ে সভা করে। দলুইবাজার ১ অঞ্চলে হাজার খানেক কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করা হয় যার সমাপ্তি করেন ব্লক সভাপতি। বাগিলা অঞ্চলের কৃষ্ণপুর গ্রাম সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বাপ্পাদিত‍্য ব‍্যানার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, যুব নেতা সন্দীপ পরামানিক, ছাত্র নেতা রাহুল ঘোষাল সহ বাগিলা অঞ্চলের সকল শাখা সংগঠনের নেতৃত্ব। সবচেয়ে উল্লেখযোগ্য এদিন সর্বত্র দেখা যায় মানুষ নব উৎসাহ – উদ্দীপনায় মিছিলে যোগ দেন। এছাড়াও বাকি অঞ্চলে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, ব্লকের ছাত্রনেতা, যুবনেতা, কৃষক নেতা, শিক্ষক সংগঠনের সভাপতি সহ শাখা সংগঠনের নেতৃত্ব মিছিল বা সভায় নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন। কেন্দ্রীয় বিজেপি সরকারের বঞ্চনার তীব্র প্রতিবাদ জানিয়ে সমালোচনা করা হয় এবং রাজ‍্যের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবী জানান।