|
---|
সেখ সামসুদ্দিন, ২৩ জানুয়ারি : মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় তথা বিধায়ক কার্যালয়ে দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালন করা হয় । জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল নেতৃত্ব জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাজীর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন বিধায়কসহ উপস্থিত সকল ব্যক্তিত্ব। অপরদিকে মেমারি পুরাতন বাসস্ট্যান্ডে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজীর মূর্তিতে মাল্যদান করে দিনটিকে পালন করা হয়। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সহ কর্মীবৃন্দ।