|
---|
সেখ সামসুদ্দিন : ৬ জানুয়ারি যুব তৃনমূলের উদ্যোগে মেমারি ১ ব্লক যুব সভাপতি জিতেন্দ্র সিং-এর উদ্যোগে দলুইবাজার ২ অঞ্চল ও সুভাষ সংঘের সহযোগিতায় তেতুলতলা মাঠে একটি রক্তদান শিবির করা হয়। শিবিরে পতাকা উত্তোলন করে সূচনা করেন জেলা যুব সভাপতি তথা জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ কো মেন্টর তথা প্রাক্তন বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাসেম মন্ডল, তৃণমূল জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, জেলা পরিষদ সদস্য সীমা হালদার, দলুইবাজার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা কোড়া, উপপ্রধান গৌতম রায়, অঞ্চল যুব সভাপতি নিত্যানন্দ হালদার, নিমো ১ অঞ্চল যুব সভাপতি তাপস বৈদ্য সহ দলুইবাজার ২ পঞ্চায়েতের সদস্যবৃন্দ এবং যুব কর্মীবৃন্দ। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক ও শহীদ শিব শংকর সেবা সমিতি ব্লাড ব্যাংকের সহযোগিতায় ১০০ ইউনিট রক্ত দান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে অলোক কুমার মাঝি ও হাসেম সাহেব যুব কর্মীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। নিত্যানন্দ ব্যানার্জী বক্তব্যে দলীয় নেতৃত্বের নাম না করে ঠাকুর দেবতাদের সামনে রেখে পরোক্ষে কঠোর সমালোচনা করেন নেতৃত্বের। ব্লক যুব সভাপতি বলেন আমরা রক্তদান শিবির করে মুমূর্ষু রোগী সহ থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং ভবিষ্যতেও করব।