মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন

সেখ সামসুদ্দিন, ২৬ অক্টোবরঃ মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হাটপুকুর শিবশক্তি কোল্ড স্টোরেজে বিজয়া সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, রাজ্য কমিটির সদস্য তন্ময় ঘোষ, রাজ্য এসটি সেলের সভাপতি দেবু টুডু, বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ ডাঃ শর্মিলা সরকার, রাজ্য ছাত্র সভাপতি স্বরাজ রায়, জেলা মহিলা সভানেত্রী শিখা সেনগুপ্ত, জিলা পরিষদের সহসভাধিপতি গার্গী নাহা, মেন্টর মহঃ ইসমাইল, জেলা নেতৃত্ব উত্তম সেনগুপ্ত, বাগবুল ইসলাম, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী সহ কাউন্সিলরবৃন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ কর্মাধ্যক্ষবৃন্দ ব্লক তৃণমূলের শাখা সংগঠনের সভাপতিগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের সভায় জেলা সভাপতির হাত থেকে পতাকা নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন নিমো ২ অঞ্চলের কিছু মানুষ। এদিনের সভায় প্রচুর মানুষের সমাগম দেখে রাজ্য থেকে জেলা সকল নেতৃত্ব ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর ভূয়সী প্রশংসা করেন। সকল নেতৃত্ব ২০২৬ বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে কাজ করার বার্তা দেন। এছাড়াও বিজয়ার সম্মেলনের উদ্দেশ্য সম্প্রীতির মেলবন্ধন ও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে একত্রিত হয়ে কাজ করার কথা স্মরণ করিয়ে রাজ্য নেতৃত্ব বার্তা দেন। একই সঙ্গে রাজ্যে বিরোধী কমিউনিস্ট ও বিজেপি দলের বিরুদ্ধে কড়া সমালোচনায় সোচ্চার হন সকল নেতৃত্ব। এই সভায় উল্লেখযোগ্য অনুপস্থিতি নজর কাড়ে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। যদিও এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল বক্তব্যে ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর নাম ব্লক যুব সভাপতি হিসেবে তৎকালীন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য্যের সুপারিশের কথা তুলে ধরেন এবং তিনি যোগ্য ব্যক্তির নামই সুপারিশ করেছিলেন, যার ফলস্বরূপ এতো মানুষকে নিয়ে কাজ করার যোগ্যতার প্রমাণ আজ সকলের সামনে, যা প্রশংসনীয়।