|
---|
সেখ সামসুদ্দিন : ২৫ জানুয়ারি বৃক্ষরোপনের মাধ্যমে জাতীয় ভোটার দিবস পালন করা হলো মেমারি-১ ব্লক। ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। ১২তম দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করে মেমারি-১ ব্লক প্রশাসন। ২৬৫ মেমারি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে দিনটি পালিত হয়। এদিন সকালে ব্লকের সভাকক্ষে অনুষ্ঠানে নতুন ভোটারদের নিয়ে একটি ক্যুইজ প্রতিযোগিতাও হয়। ক্যুইজ পরিচালনা করেন ডি ই ও শুভেন্দু সাঁই। এদিন অনুষ্ঠানের শুরুতেই সকলকে জাতীয় ভোটার দিবসের শপথ বাক্য পাঠ করান মেমারি-১ ব্লকের বিডিও ডা. আলি মহঃ ওয়ালি উল্লাহ। তিনি দিনটি সম্পর্কে বক্তব্যও রাখেন। ব্লকের অনেক নতুন ভোটার, বি এল ও, সুপারভাইজার সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম বিডিও অংশুমান ঘোষ, ব্লক ইলেকশন ওসি তাপস কুমার ঘোষ, তুষার নন্দী, আসিফ ইকবাল প্রমুখ।