|
---|
সেখ সামসুদ্দিন : আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে মেমারী ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মধুসূদন ভট্টাচার্যের নেতৃত্বে সংহতি দিবস উপলক্ষে বাহাবপুর থেকে শঙ্করপুর এক মহামিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মধুসূধন ভট্টাচার্য, দলীয় সহ সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, তৃণমূল নেতা সন্দীপ পরামানিক সহ পঞ্চায়েত প্রধান, সদস্য সদস্যা ও ব্লক শাখা সংগঠনের নেতৃত্ব। শঙ্করপুরে মিছিলের পূর্বে বিশাল জনসমাগমে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান ও শ্রদ্ধা জানান নেতৃত্ব এবং মিছিল থেকে সর্ব ধর্ম সমন্বয় ও সংহতি দিবস পালনের বার্তা দেওয়া হয়।