|
---|
২৯ আগষ্ট, সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লকের বাগিলা অঞ্চলের দিলালপুর গ্রামের রায়পাড়ায় শতাধিক পরিবারের পাঁচ শতাধিক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জীর হাত থেকে পতাকা নিয়ে সিপিএম, বিজেপি থেকে ফিরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। উপস্থিত ছিলেন জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি প্রলয় পাল, সংখ্যালঘু সেলের মীর পারভেজ উদ্দিন, যুব সহ সভাপতি সৌমিত্র চ্যাটার্জী, পঞ্চায়েত সমিতির সদস্য সমীরণ মজুমদার, পঞ্চায়েত সদস্য সমীর ঘোষ, সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। নিত্যানন্দ ব্যানার্জী জানান এই রায়পাড়ার মানুষেরা যখন যাকে ভোট দেয় একজোট হয়ে, আজ একজোট হয়ে তৃণমূলে যোগদান করেন।