|
---|
সেখানে সামসুদ্দিন : ৯ অক্টোবর, মেমারি ১ ব্লকের বাগিলা গ্রামে নবনির্মিত মন্দিরের অডিটোরিয়াম ও প্রতিমার উদ্বোধন করেন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল, সদস্য প্রলয় পাল সহ অন্যান্য সদসবৃন্দ, আইএনটিটিইউসি নেতা সুকান্ত হাজরা, আইটি সেলের প্রসূন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী উদ্বোধনী বক্তব্যে বলেন মাটির প্রতিমার সাথে ঘরে থাকা জীবন্ত প্রতিমার পুজো করতে। উৎসবে আনন্দ করার পাশাপাশি পাশের বাড়ির প্রতি নজর রাখতে, যাতে কেউ আনন্দ থেকে বঞ্চিত না হয়।