|
---|
সেখ সামসুদ্দিন, ২৫ নভেম্বর : আজ মেমারি ১ ব্লকের সন্তোষ মঞ্চ থেকে পুজো পরিক্রমার পুরস্কার বিতরণ করা হয়। মেমারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের প্রচেষ্টায় মেমারি ১ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে পূলিশ প্রশাসনের সহযোগিতায় মেমারি বিধানসভা এলাকার মেমারি ১ ও ২ এবং মেমারি পুরসভা এলাকার দুর্গাপূজা পরিক্রমায় চারটি বিভাগে তিনটি করে পুরস্কার দেওয়া হয়। বিভাগ চারটি হল, সেরা কোভিড সচেতনতা, সেরা প্যান্ডেল, সেরা প্রতিমা এবং সার্বিক ভাবে সেরা। ১) কোভিড সচেতনতায় পুর শহরে প্রথম মধ্য মেমারি সার্বজনীন, দ্বিতীয় বামুনপাড়া বাজার ও উদয়ন ক্লাব ও তৃতীয় হরেকৃষ্ণ পল্লী সার্বজনীন। প্যান্ডেলে প্রথম বামুনপাড়া বাজার ও ক্লাব উদয়ন, দ্বিতীয় সোমেশ্বর তলা ও তৃতীয় সারদা পল্লী অরবিন্দ পল্লী। প্রতিমায় প্রথম মেমারি হাট পুকুর, দ্বিতীয় বামুনপাড়া বাজার ও উদয়ন ক্লাব এবং তৃতীয় দক্ষিণ পশ্চিম মেমারি। সার্বিক ভাবে প্রথম মধ্য মেমারি সার্বজনীন, দ্বিতীয় বামুনপাড়া বাজার ও ক্লাব উদয়ন এবং তৃতীয় সারদাপল্লী অরবিন্দপল্লী। ২) কোভিড সচেতনতায় মেমারি ১ ব্লকের প্রথম মাতৃমঙ্গল কমিটি নিমো ২, দ্বিতীয় দুর্গাপুর বারোয়ারি পুজো ও তৃতীয় আমাদের লাইব্রেরি মিলন মন্দির। প্যান্ডেলে প্রথম সুকান্ত পল্লী সার্বজনীন, দ্বিতীয় গন্তার বারোয়ারি ও তৃতীয় মাতৃমঙ্গল। প্রতিমায় প্রথম বাগিলা সার্বজনীন, দ্বিতীয় নিশিরাগড় দক্ষিণ পাড়া ঘোষালমাতা ও তৃতীয় গন্তার বারোয়ারি। সার্বিক ভাবে প্রথম মাতৃমঙ্গল, দ্বিতীয় সুকান্ত পল্লী সার্বজনীন ও তৃতীয় নিশিরাগড় দক্ষিণ পাড়া ঘোষালমাতা। ৩) কোভিড সচেতনতায় মেমারি ২ ব্লকের প্রথম কাশীপুর সার্বজনীন, দ্বিতীয় সেনপুর সার্বজনীন ও তৃতীয় বড়গ্রাম সার্বজনীন। প্যান্ডেলে প্রথম কাশীপুর সার্বজনীন, দ্বিতীয় সেনপুর সার্বজনীন ও তৃতীয় কুচুট পূর্ব পাড়া বারোয়ারি। প্রতিমায় প্রথম সেনপুর সার্বজনীন, দ্বিতীয় কাপাসটিকরী বারোয়ারি ও তৃতীয় বরোয়া পশ্চিম পাড়া। সার্বিক ভাবে প্রথমকাশীপুর সার্বজনীন, দ্বিতীয় সেনপুর সার্বজনীন ও তৃতীয় বড়গ্রাম সার্বজনীন। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, জেলা পরিষদ সহ সভাধিপতি দেবু টুডু, মেমারি পুর প্রশাসক স্বপন বিষয়ী, সহ প্রশাসক ডঃ কৃষ্ণ পদ বিশ্বাস, বিডিও ডাঃ আলী মহঃ ওলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুই দাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম সহ কর্মাধ্যক্ষ, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, অগ্নি নির্বাপক ওসি, সমাজসেবী অচিন্ত্য চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।