|
---|
সেখ সামসুদ্দিন,১৭ ডিসেম্বর : মেমারি ১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের শশীনাড়া গ্রামে নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ব্লকের পাও সাহেব, পিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, লক্ষ্মী ক্ষেত্রপাল, পঞ্চায়েত প্রধান অরবিন্দ ঘোষাল, সদস্য সবিতাব্রত চ্যাটার্জী, সদস্য প্রলয় পাল, শিক্ষক মৃণ্ময় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য শশীনাড়া গ্রামে একটি উপস্বাস্থ্যকেন্দ্র ছিল, তবে তা বর্তমানে ভগ্নপ্রায় দশা। বর্তমানে পাশেই স্বাস্থ্যকেন্দ্রের ফাঁকা জায়গায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়, যার আজ উদ্বোধন হল এবং আগামীকাল ঐ সেন্টার থেকেই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান নিত্যানন্দ ব্যানার্জী। ফলে এলাকার কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন।