|
---|
সেখ সামসুদ্দিন : রবিচাষ মরশুমে মেমারি ১ ব্লক কৃষি অধিকর্তাকরণের অডিটোরিয়াম কক্ষে তিন দিন ধরে চলে কৃষি প্রশিক্ষণ শিবির। প্রথম দুইদিনে দলুইবাজার, কাশিয়াড়া, কৃষ্ণপুর সোসাইটির আদিবাসী লাহান্তি গোষ্ঠীর ৬০ জন করে চাষী নিয়ে মোট ১২০ জন চাষীকে প্রশিক্ষণ দেয়া হয় এবং আজ দিলালপুর আদিবাসী কৃষক গোষ্ঠী ও মেমারি মিউনিসিপলিটি এলাকার আদিবাসী কৃষক গোষ্ঠীর ৩০ জনকে রবিচাষ বিষয়ক আলোচনা করেন সহ কৃষি অধিকর্তা নীলকান্ত সাহা। উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম।