|
---|
সেখ শামসুদ্দিন : মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস অফিসের সামনে পতাকা উত্তোলন করেন বিধায়ক তথা ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য্য। এখানেও উপস্থিত সকল নেতৃত্ব মণীষীদের ছবিতে মাল্যদান করেন। বিধায়ক সকলকে নববর্ষের ও প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দায়িত্বশীল হতে বলেন ও কোভিড বিধি মানতে বলেন। বিধায়ক এখান থেকে বেরিয়ে তৃণমূল শহর সভাপতির দ্বারা আয়োজিত অনুষ্ঠানের সূচনা করে দলুইবাজার ২ অঞ্চলের কিঙ্কর গ্রামের বংশানুক্রমিক প্রতিবন্ধী পরিবারের সদস্য জাকির সেখের হাতে হুইল চেয়ার তুলে দেন বিধায়ক মধুসুদন ভট্টাচার্য্য। সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি ওসমান গণি। ফেরার পথে সরডাঙা উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। খুব শীঘ্রই স্বাস্থ্যকেন্দ্রটি সংস্করণ করা হবে।