|
---|
নূর আহমেদ : আজ পূর্ব বর্ধমানে মেমারি ১ ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিকেল ৪ টা নাগাদ শ্রীকৃষ্ণ ভিলা লজে বিজেপি, কংগ্রেস ও সি পি এম দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। উপস্থিতি ছিলেন বিধায়িকা নার্গিস বেগম,সভাপতি মধুসূদন ভট্টাচার্য,পঞ্চায়েত সভাপতি বসন্ত রুই,সহ সভাপতি মোয়াজ্জেম হোসন ও আরো অনেকে। বিজেপি দলের পরিবার সহ ৬০ জন, কংগ্রেস পরিবার সহ দল থেকে ২০ জন, সিপিআইএম দলের পরিবার সহ ২০ জন। মোট ১০০ জন তৃণমূল দলে যোগদান করলেন। বিধায়িকা নার্গিস বেগম ব্লক সভাপতি মধু সুধোন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, ও সহ সভাপতি সেখ মুয়াজজেম তৃনমূল কংগ্রেস দলে যোগদান কারিদের হাতে পতাকা তুলে দেন।