|
---|
নিজস্ব সংবাদদাতা, ২১ জুনঃ মেমারি-১নং পঞ্চায়েত সমিতির মিটিং রুমে মেমারি-১নং ব্লক এর উন্নয়ন নিয়ে পর্যালোচনা সভা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ-সভাপতি বসন্ত রুইদাস সহ সকল কর্মাধ্যক্ষগণ, সমষ্টি উন্নয়ন আধিকারিক মেমারি-১ ব্লক, ব্লকের বিভাগীয় সকল আধিকারিকগণ এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টের প্রধান আধিকারিকগণ, ১০টি গ্রাম পঞ্চায়েতের এর প্রধান-উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলের পক্ষ থেকে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা জানানো হয়।