মেমারি ১ নং ব্লকে গোপ গন্তার ২ পঞ্চায়েত ভোট প্রচার

সংবাদদাতা : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মেমারি ১ নং ব্লকের গোপ গন্তার ২ পঞ্চায়েতের অন্তর্গত কোলে গ্রামে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মহুয়া ঘোষ, পঞ্চায়েত সমিতির প্রার্থী ডলি অধিকারী ও জেলা পরিষদের প্রার্থী অর্পিতা মুর্মুর সমর্থনে আজ পথসভায় ।এই সভায় উপস্থিত ছিলেন ১নং ব্লক সভাপতি মাননীয় নিত্যানন্দ ব্যানার্জি মেমারি, শিক্ষক নেতা মাননীয় কৌশিক মল্লিক ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী।