|
---|
সেখ সামসুদ্দিন : ১ ডিসেম্বর, তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন উপলক্ষ্যে মেমারি ১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মেমারি শহরে মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল, মেমারি ১ নং ওয়ার্ড কমিটির সভাপতি অজিত সিং, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মুকেশ শর্মা, মেমারি শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা প্রমুখ। মেমারি শহর ১ নং ওয়ার্ডের খাঁড়ো দিঘির পাড় থেকে এই মিছিল শুরু হয়ে ডিভিসি পাড়া চকদিঘি মোড় হয়ে মেমারি কলেজের সামনে এসে শেষ হয়। ওয়ার্ড কমিটির সভাপতি অজিত সিং জানান, এই ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীকে আমরা বিপুল ভোটে জয়লাভ করিয়ে আনবো বলে প্রতিজ্ঞাবদ্ধ।