|
---|
৫ সেপ্টেম্বর, সেখ সামসুদ্দিন : মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে মেমারি ব্লক অফিসের অডিটোরিয়াম হলে শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি তপন পোড়েল, বিডিও আলী মহঃ ওলি উল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, ব্লক আধিকারিক শুভেন্দু সাঁই, শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, মেমারি ১ ও কলানবগ্রাম চক্রের দুই সভাপতি সন্দীপ পাল ও মহঃ জাহাঙ্গীর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে অনুষ্ঠানের সূচনা করে সম্বর্ধনা, নাচ, গান, আবৃত্তি, শ্রুতি নাটক সহ নানান অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এদিন ১২০ জন শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হয় বলে জানান সভাপতি।