মেমারি ২ ব্লকের খয়েরপুর গ্রামে শ্রী সারদা সেবা মন্দির অধীনস্থে বস্ত্র বিতরণ করেন বিধায়ক মধূসুদন ভট্টাচার্য

সেখ সামসুদ্দিন, ৩ অক্টোবর : মেমারি বিধানসভা এলাকার মেমারি ২ ব্লকের খয়েরপুর গ্রামে শ্রী সারদা সেবা মন্দিরের অধীনস্থ শ্রীশ্রী রামকৃষ্ণ সত‍্যানন্দ বিদ‍্যাপীঠে বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণে মহারাজদের নিয়ে বড়ো ভূমিকা নিয়েছিলেন যিনি, সেই অর্চনা আজকের দিনেই স্বর্গলাভ করেন। বস্ত্রদানে তাঁর প্রচেষ্টা অনস্বীকার্য। আগে থেকেই শারদ উৎসবের আগে আজকের কর্মসূচি নির্ধারণ থাকায় মহারাজের অনুপস্থিতিতেই এই বস্ত্র বিতরণের কাজ চালু রাখা হয়, যা হয়তো স্বর্গীয় মায়ের ইচ্ছাতেই হয়েছে। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা পূর্ব বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি ২ ব্লক সভাপতি তথা জেলা পরিষদ কর্মাধ‍্যক্ষ মহঃ ইসমাইল, অঞ্চল সভাপতি অসিতবাবু, বিদ‍্যালয় ও স্বাস্থ‍্যকেন্দ্রের অন‍্যতম জমিদাতা করুণাময় বাবু, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ‍্যক্ষ সনাতন হেমব্রম, টিডিএসের সরকার মান্ডি সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গের সঙ্গে শিক্ষিকাবৃন্দ ও এলাকাবাসী। এদিন অর্চনা মায়ের জন‍্য নীরবতা পালন করে তাঁর স্মরণে প্রার্থনা ও তার কিছু উক্তি পাঠ করে শোনান শিক্ষিকাবৃন্দ। শিশু থেকে বৃদ্ধাদের হাতে জামা কাপড় তুলে দেন অতিথিবর্গ। পরে এসে উপস্থিত হন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শল‍্য চিকিৎসক ডাঃ সুশীল মুর্মু। এদিনে মা না থাকলেও মহারাজের আশ্রমে ভোগের আয়োজন রাখা হয়। বিধায়ক স্কুল ও স্বাস্থ‍্যকেন্দ্র পরিদর্শন করেন ও পাশে থেকে সহযোগিতা করবেন বলে জানান।