মেমারি ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও আইনজীবী শ‍্যামল সরকার-এর স্মৃতি রক্ষা কমিটি উদ‍্যোগে সমাজসেবার কাজে হয়

সেখ সামসুদ্দিন, ২৫ সেপ্টেম্বর : গত বছর কোভিড পরিস্থিতিতে ২৫ সেপ্টেম্বর সমাজসেবক হিসাবে মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়ে বিদায় নেয়া আইনজীবী শ‍্যামল সরকার-এর স্মৃতি রক্ষা কমিটি দুই দিনের সমাজসেবার কাজে উদ‍্যোগী হয়। তিনি শুধু সমাজসেবক আইনজীবী নন, তিনি ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা জাতীয় কংগ্রেস সভাপতি ও মেমারি পুরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার। আজ সকালে স্মৃতি রক্ষা কমিটির উদ‍্যোগে সকালে বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন জাকির হোসেন, রাকিব সেখ, জয়ন্ত রায়, অনিল চৌধুরী, কৌশিক পরামানিক, প্রশান্ত চক্রবর্তী, সঞ্জীবা খাতুন সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। পাশাপাশি চক্ষু ও দন্তবিভাগের চিকিৎসকের সহযোগিতায় স্বাস্থ‍্য পরীক্ষা শিবিরে শতাধিক মানুষের পরীক্ষা করা হয়। মেমারি হাসপাতালে ভর্তি থাকা শতাধিক রোগিকে ফল বিতরণ করা হয়। এবং দ্বিতীয় পর্বে বিকালে সকলের প্রিয় শ‍্যামল সরকার ওরফে সন্তুদার অর্ধবয়ব মূর্তি উদ্বোধন করা হয়। মূর্তির আভরণ উন্মোচন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। এই সময়ে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রদেশ নেতা তুষার কান্তি পান, জেলা নেতা গৌরব সমাদ্দার, প্রাক্তন সহপ্রশাসক সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল সভাপতি স্বপন ঘোষাল, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত‍্য চ‍্যাটার্জী, আশিষ ঘোষদস্তিদার, সমরেন্দ্রনাথ দাসগুপ্ত সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এইমঞ্চ থেকে এলাকার সমাজসেবী সংস্থাগুলিকে, আন্তর্জাতিক দাবাড়ু ও বিজ্ঞানী দিগন্তিকা বোসকে সম্বর্ধনা দেওয়া হয়। দ্বিতীয় দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান জাতীয় কংগ্রেস নেতা জয়ন্ত রায় ও মেমারি বিধানসভা জাতীয় কংগ্রেস যুব সভাপতি অনীক সাহা।