|
---|
সেখানে সামসুদ্দিন, ৬ নভেম্বর : ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’ এই মন্ত্রে কালীপুজোর পর দ্বিতীয়াতে বোনেরা ভাইদের ভাইফোঁটা করেন। হিন্দু ধর্মের এই রীতি প্রচলিত ছিল, আছে ও থাকবে। কিন্তু সময়ের সাথে সম্প্রীতির বন্ধনে আজ হিন্দু পরিবারের দিদি মুসলিম পরিবারের ভাইকে ফোঁটা দিয়ে সৌভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে চলেছেন। আজ এরকমই নজির স্থাপনকারী কাজ করলেন বোহার গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মেমারি শ্রীদুর্গাপল্লীর বাসিন্দা মিনতি নায়েক। তিনি নিজ বাড়িকে মন্দির বানিয়ে নিত্য পূজা আচার্য করলেও ধর্মীয় গোঁড়ামিকে কোনদিন প্রশ্রয় দেননি। তিনি মুসলিম ভাইকে নিজ ভাই মেনে ভাতৃদ্বিতীয়াতে ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করে সম্প্রীতির বন্ধনের ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। সামাজিকভাবে বার্তা দিয়ে চলেছেন ধর্ম ভিন্ন হতে পারে, মানুষ সব এক, সবার রক্ত লাল। সুতরাং মানুষের বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, আর মানব ধর্ম পালন করলে মানবকুলের মঙ্গল হবে।