|
---|
আলিফ ইসলাম,মেমারি : ২২ মে,পূর্ব বর্ধমান জেলার মেমারির মায়ের কোল পাড়ায় অনুভূতি সাহিত্য ও সংস্কৃতি সংস্থার সম্পাদক দিব্যেন্দু মালাকার এর বসতবাড়ির ছাদে , এক মনোরম ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হল সাহিত্য সভা। রবিবার ২২ মে- র বৈকালিক এই ঘরোয়া সাহিত্য সভায় স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত, শ্রুতি নাটক এবং আলোচনার মাধ্যমে মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়। সম্পাদক দিব্যেন্দু মালাকার, শুভাশিস মল্লিক, কমলেশ মন্ডল, সুফি রফিক উল ইসলাম, সুদীপ্ত ভট্টাচার্য্য, অয়ন রসুল,ব্রততী ঘোষ আলি, দেবাশিস ব্যানার্জী, অহনা মালাকার, মৌসুমী চক্রবর্তী, টুম্পা চক্রবর্তী, চন্দ্রানীমন্ডল , পিয়ালি মালাকার প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্ৰ অনুষ্ঠান টি সুচারু সঞ্চালনা করেন কমলেশ মন্ডল। অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে ওঠে ছোট্ট অ্যাঞ্জেলের (অহনা মালাকার) আবৃত্তি এবং অতিথি আপ্যায়ন।