| |
|---|
নূর আহমেদ,মেমারি, ২০ জুলাই পূর্ব বর্ধমান জেলার মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচালনায় মেমারি বামুনপাড়া উৎসব অনুষ্ঠান ভবনে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির তত্ত্বাবধানে সম্পূর্ন বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান অ্যাপেলো হাসপাতালের সহযোগিতায় ৯৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং শহীদ শিবশংকর সেবা সমিতির পক্ষ থেকে রক্ত গ্রহণ করা হয় ৫৮ জন রক্তদাতার। মেমারি শহরের সকল ব্যবসায়ীগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তথা মেমারি শহরের বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ হাজরা জানান, ২০০৬ সালে মেমারিতে ব্যবসায়ী কল্যাণ সমিতি গঠন করা হয়। এই সমিতির মূল লক্ষ্য মেমারি শহরের সকল ব্যবসাদারদের পাশে থাকা এবং বিবিধভাবে তাদের সহযোগিতা করা একই সাথে তারা বিভিন্ন সময়ে নানা রকম সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকেন। স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির এ বছর চতুর্থ বর্ষে পদার্পণ করলো। আগামী দিনে আরো অনেক কিছু করার চিন্তাভাবনা রয়েছে মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে।


