|
---|
সেখ সামসুদ্দিন : আজ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেমারি বামুনপাড়া মোড়ে শিক্ষক সংগঠনের অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মেমারি পুরসভার সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত। উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, শিক্ষক সোমনাথ দাস, পাটোয়ারী মান্ডি সহ সদস্যবৃন্দ, শ্রমিক সংগঠনের জেলা নেতা আশিষ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেমারি ১০ নং ওয়ার্ডে সহপ্রশাসক সুপ্রিয় সামন্ত ওয়ার্ড সদস্যদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। মেমারি ১ ব্লকে প্যারেড ও ব্যান্ড সহকারে পতাকা উত্তোলন করেন বিডিও ডাঃ আলী মহঃ ওলি উল্লাহ। উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম। দুপুরে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ হতে মেমারি হাসপাতালে ভর্তি থাকা রোগী সহ পরিষেবা দানকারী সকলের হাতে ফল তুলে দেন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম সহ নেতৃত্ব।