|
---|
সেখ সামসুদ্দিন : ৩ আগস্ট বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি মেমারি শাখার উদ্যোগে বর্ধমান লায়ন্স ক্লাবের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির ও মধুমেহ রোগ নির্ণয় শিবির করা হয়। মেমারি সোমেশ্বর তলায় এই শিবিরে ২ শতাধিক মানুষ তাদের চক্ষু পরীক্ষা করেন। সংস্থার সম্পাদক জানান এখান থেকে যাদের ছানি বাছাই হবে তাদের বিনা খরচে লায়ন্স ক্লাবে অপারেশন করার সুযোগ থাকবে। এদিনের এই শিবিরের সূচনায় উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি কুমার কান্তি রায়, সম্পাদক রামকৃষ্ণ হাজরা, সদস্য পার্থ সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি অরূপ বৈরাগ্য, সম্পাদক যজ্ঞেশ্বর দাস, সদস্য সমীর কুমার দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ।