মেমারি ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা করা হয়।

সেখ সামসুদ্দিন : ৮মে, মেমারি ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা করা হয়। মেমারি বামুনপাড়া মোড়ের উৎসব হলে এই সভায় প্রধান অতিথি ছিলেন বর্ধমান জেলা ব‍্যবসায়ী সুরক্ষা সমিতির সম্পাদক অনিরুদ্ধ চ্যাটার্জী, অফিস সম্পাদক সুকান্ত দাস, সাংগঠনিক সম্পাদক সজল ঘড়ুই, ভাইস প্রেসিডেন্ট গোপাল দাস, কোষাধক্ষ্য মধুসূদন দাস, ছাড়াও মেমারি ব্যবসায়ী কল‍্যাণ সমিতির সভাপতি কুমার কান্তি রায়, সহ-সভাপতি সুশান্ত কুমার, সম্পাদক রামকৃষ্ণ হাজরা, কোষাধ‍্যক্ষ উদয় কুমার গুহ সহ এক্সিকিউটিভ বডির সদস্যবৃন্দ এবং আপামর ব্যবসায়ী সদস্যবৃন্দ। এদিন অনুষ্ঠানের সূচনায় গণেশ বন্দনা সহযোগে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় এবং তারপরেই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষ সহ আমাদের হারানো ব্যবসায়ীদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের বরণ এবং উদ্বোধনী সংগীত দিয়ে মূল কর্মসূচি শুরু হয়। গণেশ বন্দনা ও উদ্বোধনী সংগীত অনুষ্ঠানে বেতার শিল্পী সুস্মিতা পাল, তবলায় অচিন্ত্য পাল, সহশিল্পী পুষ্পিতা পাল, সৌমিলি পাঠক ও অমৃতা খাসপুরি অংশগ্রহণ করে। সভার মধ্যে অন্যতম অংশ স্পনসরার সেন্ট প্যাট্রিকস মডার্ন স্কুল এর পক্ষ থেকে একটি ছোট্ট প্রোগ্রাম করা হয়। তারপর অতিথিবর্গ বক্তব্য রাখেন। ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। সম্পাদক রামকৃষ্ণ হাজরার বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্ব করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে মেমারি পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ব‍্যবসায়ী সমিতির সদস‍্য তাপস পাঁজা যাকে কমিটির এক্সিকিউটিভ বডির সদস্য হিসেবে নিয়োজিত করা হয়। এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কমলেশ মন্ডল।