মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়

সেখ সামসুদ্দিন, ১০ সেপ্টেম্বরঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন ‘রত্ন তারা স্মরণীয় তারা’ কক্ষের উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষক দেবনারায়ণ অধিকারী। এই কক্ষের সজ্জায় আর্থিক সহায়তা করেছেন দেবনারায়ণবাবু। বিদ্যালয়ের অনুষ্ঠানের সূচনায় প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালন সভাপতি বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন এবং প্রধান অতিথি মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী ও প্রধান শিক্ষক বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করা হয় এদিনের কর্মসূচি। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সৌরভ বৈরাগ্য যিনি ২০১১ সালের মাধ্যমিকে তৃতীয় এবং ২০১৩ সালে উচ্চমাধ্যমিকে রাজ‍্যে অষ্টম স্থান অর্জন করেছিলেন। পরবর্তীতে বিটেকে স্বর্ণপদক এবং এমটেকে রৌপ্য পদক প্রাপ্ত হয়ে নামী সংস্থায় কর্মরত। এছাড়া ছিলেন প্রাক্তন শিক্ষক দেবনারায়ণ অধিকারী, মনোরঞ্জন কোঙার, বাসুদেব ঘোষ, পরিচালন সভাপতি সিদ্ধার্থ চক্রবর্তী, প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল, সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার দাস সহ অন্যান্য শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এদিন বিদ্যালয়ে ৭৮ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। যারা ২০২০ ও ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। স্পেশাল সংবর্ধনা দেওয়া হয় ২০২০ রাজ্যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী ও ২০২২ উচ্চ মাধ্যমিকে দশম স্থানাধিকারী অরিত্রপালকে।