|
---|
সেখ সামসুদ্দিন : ৯ সেপ্টেম্বর, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণিতে নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ শিক্ষকশিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের সূচনায় বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক ও প্রধান শিক্ষক। পরে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন। বিদ্যালয়ের শিক্ষক সেলিম স্যার বিধায়ককে একটি গাছ প্রদান করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিধায়ক, প্রধান শিক্ষক ও সেলিম স্যার সম্মিলিতভাবে গাছ রোপন করেন। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান ও বরণ পর্ব করা হয় এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।