মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্যকে সম্বর্ধনা দেওয়া তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ‍্যোগে

৭ জুলাই, সেখ সামসুদ্দিন : মেমারি ১ ও ২ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ‍্যোগে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্যকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়কের সঙ্গে মেমারি পুরসভার সহ প্রশাসক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, মেমারি শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, ব্লক সহ সভাপতি সন্দীপ পরামানিক, মহঃ সাজাহান, সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব। এদিন শিক্ষক তাপস চট্টোপাধ্যায়ের উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু ও জাতীয় সংগীতের মাধ্যমে শেষ করা হয়। এদিন বিধায়ক বলেন এই সম্বর্ধনা অনুষ্ঠান বিধায়ক হিসাবে না দিয়ে ৫ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত শিক্ষক হিসাবে দিলে সকল শিক্ষক সমাজকে সম্মান দেওয়া হোত। শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী মাস্টারমশাই তথা দলের বটবৃক্ষ মধুসূদন ভট্টাচার্যের শিক্ষক সংগঠন গঠনের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। গতকাল মাতৃবিয়োগ হওয়ার ব‍্যথা নিয়েই মাস্টারমশাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে স্বল্প সময়ের জন‍্য উপস্থিত ছিলেন সহপ্রশাসক সুপ্রিয় সামন্ত। তৃণমূল মাধ‍্যমিক শিক্ষক সংগঠনের মেমারি ১ ও ২ ব্লক সভাপতি কৌশিক মল্লিক বলেন এদিনে বিধায়ক, শহর সভাপতি যে নির্দেশ দিয়েছেন তা পালন করবেন অক্ষরে অক্ষরে। একই সঙ্গে জানান আগামী ১৫ আগষ্ট বিধায়ককে নিয়ে হাসপাতালে ফল বিতরণ ও ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করবেন।