|
---|
সেখ সামসুদ্দিন : মেমারির প্রথম সারির নেতৃত্বের কোভিড আরোগ্য কামনায় শীতলা মন্দিরে পুজো, হোম ও যজ্ঞ করা হয়। মেমারি বিধানসভার সস্ত্রীক বিধায়ক মধুসূধন ভট্টাচার্য্য, মেমারি শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং মেমারি ১ ব্লক সহ সভাপতি সন্দীপ পরামানিক কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসায় রয়েছেন। দেশের সকল মানুষের সঙ্গে এই সকল নেতৃত্বের আরোগ্য কামনায় অতিমারীর দেবী শীতলা মায়ের মন্দিরে পুজো, হোম ও যজ্ঞ করা হল। মেমারি বিধানসভার বাগিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে কৃষ্ণপুর গ্রামের শীতলা মন্দিরে এই কর্মসূচি করা হয় বলে জানান বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি ও ব্লক যুব সহসভাপতি অর্ক ব্যানার্জী। উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি জিতেন্দ্র সিং, শিক্ষক প্রদীপ ধাড়া, শিক্ষিকা ছবি ব্যানার্জী সহ নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে যজ্ঞ কর্মসূচি। এছাড়াও এদিন এলাকার দুঃস্থ মানুষদের শারীরিক ইমিউনিটি বাড়াতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হবে বলে জানান অর্ক ব্যানার্জী।