মেমারি বিধানসভা কেন্দ্রে ১১ দফা ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।

সেখ সামসুদ্দিন : তৃণমূল কংগ্রেসের দশ দফা নির্বাচনী ইস্তেহারের পাশাপাশি মেমারি বিধানসভা কেন্দ্রও ১১ দফা মেমারি কেন্দ্রিক ইস্তেহার প্রকাশ করল। রাজ‍্য সরকার দশদফার মধ‍্যে ১) অজস্র সুযোগ, সমৃদ্ধ বাংলা নামে বার্ষিক ৫ লক্ষ নতুন কর্মসংস্থান। ২) প্রতি পরিবারকে ন‍্যূনতম মাসিক আয়- প্রতি সাধারণ পরিবারের মহিলা কর্ত্রীদের মাসিক ৫০০ টাকা ও তফসিলি জাতি উপজাতিদের মাসিক ১০০০ টাকা দেওয়া হবে। ৩)আর্থিক সুযোগ, সবল যুব- ছাছাত্রীদের উচ্চশিক্ষার জন‍্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট ৪% সুদে। ৪) বাংলায় সবার, নিশ্চিত আহার- দুয়ারে মাসিক রেশন সরবরাহ এবং বার্ষিক ৫০টি শহরে ২৫০০ মা ক‍্যান্টিনে ৫ টাকায় ভর্তুকি যুক্ত আহার। ৫) বর্ধিত উৎপাদন, সুখী কৃষক- কৃষক বন্ধু প্রকল্পে বার্ষিক ১০০০০ টাকা একর প্রতি সহায়তা। ৬) শিল্পোন্নত বাংলা – বার্ষিক ১০ লক্ষ নতুন এমএসএমই। ৭) উন্নততর স্বাস্থ‍্য ব‍্যবস্থা, সুস্থ বাংলা – ২৩ টি জেলা সদরে মেডিকেল কলেজ ও সম্পূর্ণ কার্যকরী সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মেডিকেল পড়ুয়াদের জন‍্য আসন সংখ্যা দ্বিগুণ। ৮) ব্লক প্রতি একটি করে মডেল আবাসিক স্কুল ও শিক্ষকদের জন‍্য আসন সংখ্যা দ্বিগুণ। ৯) ২৫ লক্ষ বাড়ি বাংলা আবাস যোজনার আওতায়। ১০) প্রতি ঘরে বিদ‍্যুৎ, সড়ক, জল- প্রতিটি গ্রামীণ আবাসের জন‍্য মজবুত রাস্তা, উন্নত জল নিকাশি ব‍্যবস্থা এবং নলযুক্ত পানীয় জল পুনরায় সরকারে ফিরলে মমতা ব‍্যানার্জীর সরকার অগ্রাধিকার দেবে। অনুরূপভাবে মেমারি বিধানসভার ইস্তেহারে বলা হয়েছে ১) মেমারি হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতাল, শহরের প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি হলে প্রাথমিক স্বাস্থ‍্য পরিষেবা, ব্লকের প্রতিটি গ্রামে কমিউনিটি হল ও স্বাস্থ‍্য উপকেন্দ্র নির্মাণ করা হবে। ২) মেমারিতে ফ্লাইওভার তৈরি করা। ৩) মেমারিকে সদর শহর তৈরি করা। ৪) বাড়ির কর্ত্রীদের বাষিক ছয় হাজার ও তপশিলী জাতি ও উপজাতিদের বার্ষিক বারো হাজার টাকা প্রদান। ৫) ছাত্র যুবদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ৬) দুয়ারে রেশন ও মা ক‍্যান্টিনে পাঁচ টাকায় পেটভরে আহার। ৭) ক্ষুদ্র ও মাঝারি ব‍্যবসায়ীদের জন‍্য এমএসএমই গঠন করা হবে। ৮) বাংলা আবাস যোজনায় সরকারি বরাদ্দ মেমারি বিধানসভা পুরণ করবে ৯) শীতল পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে দেবে ১০) প্রতি ব্লকে মডেল আবাসিক স্কুল গড়া হবে। ১১) রেল স্টেশন ও বাসস্ট‍্যান্ডে থাকা পথ নাগরিকদের জন্য আবাসন নিমার্ণ করা হবে বলে ইস্তেহারে জানানো হয়েছে। অর্থাৎ দাবী অনুযায়ী তৃণমূলের সরকার হলে আম আদমি সকলেই উপকৃত হবেন। এদিন উপস্থিত ছিলেন মেমারির প্রার্থী মধুসূদন ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক অধ‍্যাপক ড. আবুল হাসেম মন্ডল, জেলা তৃণমূল সহ সভাপতি স্বপন বিষয়ী, ফাত্তার কয়াল, জেলা সম্পাদক সুপ্রিয় সামন্ত, স্বপন ঘোষাল, মেমারি ১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব।