|
---|
সেখ সামসুদ্দিন : যত সময় এগিয়ে আসছে মানুষের স্বতঃস্ফূর্ততা ততই দেখা যাচ্ছে। আজ মেমারি বিধানসভার কুচুট অঞ্চলের গন্ধর্বপুর থেকে ছোটো মশাগড়িয়া পর্যন্ত তৃণমূল প্রার্থী মধুসূদন ভট্টাচার্য্যের রোড শো করা হয়। প্রার্থীর সঙ্গে ছিলেন মেমারি ২ ব্লক সভাপতি মহঃ ইসমাইল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমর সাহা, যুব সভাপতি হিমাদ্রী মন্ডল, কুচুট পঞ্চায়েত প্রধান রুমকি মন্ডল সহ অঞ্চলের নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ। গ্রামের রাস্তার মোড়ে মোড়ে মহিলারা প্রার্থীকে পুষ্পবৃষ্টি করে মাল্যদান করে অভ্যর্থনা জানান। এলাকার নেতৃত্ব প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করাতে আশাবাদী।