মেমারিতে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

নূর আহামেদ, মেমারি : ২৬ ফেব্রুয়ারি-
শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারিতে বুথ ভিত্তিক রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন মেমারি বিধানসভা কেন্দ্রের নিমো, কেজা,ছিনুই, বিনয়পল্লী, রসুলপুর সহ বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করেন। দলে ছিলেন মেমারির বিডিও ডক্টর আলী মোহাম্মদ ওয়ালীউল্লাহ, রিটার্নিং অফিসার অনামিকা দাস বেরা, মেমারি থানার ওসি দেবাশীষ নাগ সহ অন্যান্য আধিকারিকরা।
আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গেলে দেখা যায় মেমারী বিধান সভার ছিনুই এলাকায় 123 নম্বর বুথে অন্তর্গত সাধারণ মানুষের থেকে উঠে এল একগুচ্ছ অভিযোগ। 2018 পঞ্চায়েত নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি কার্যত ভোট লুট হয়েছে শাসকদলের পক্ষ থেকে, অভিযোগ এলাকাবাসীদের। 2019 লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকলেও সেখানেও ভোটের লুটের চেষ্টা চলে বলেও জানান এলাকাবাসিরা। যদিও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এবার সমস্যা হওয়ার সম্ভাবনা আরও বেশি বলেই আশঙ্কা প্রকাশ করলেন এলাকাবাসীরা। কেন্দ্রীয়বাহিনীর পক্ষ থেকে এলাকাবাসীদের নির্ভয়ে ভোট দেওয়ার কথা বলা হয়।