|
---|
সেখ সামসুদ্দিন : আজ থেকে চালু হল ভ্যাকসিনের সাথে রাজ্য সরকারের শংসা পত্র প্রদান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি সহ শংসাপত্র হাতে পেয়ে প্রাপকরাও খুশি। মেমারি পুরসভার পথসাথী ও ব্লকের বিডিও অফিসে চলছে ১৮-৪৪ বছরের ভ্যাকসিন। পথসাথীতে পুরপ্রশাসক স্বপন বিষয়ী ও ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস রাজ্য সরকারের শংসাপত্র প্রদান করে সূচনা করেন। বসন্ত রুইদাসের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম ও শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম।