মেমারিতে বই মেলা

নূর আহমেদ, মেমারি : ৭ জানুয়ারি জনশিক্ষা প্রসার ও গ্রন্হগার পরিসেবা বিভাগ পশ্চিম বঙ্গ সরকারের উদোগে মেমারি — ২ পঞ্চায়েত সমিতির পরিচালনায় স্থানীয় গ্রন্থাগার কৃত‍্যক লোকাল লাইব্রেরী অর্থরিটি পূর্ব বর্ধমানের ব্যবস্থাপনায় ভাষা দিয়ে সম্পৃতি গড়বো, এই আঈিকে পূর্ব বর্ধমান জেলার ৮ম বই মেলা পাহাড়হাটি গোলাপমনি উচ্চ বিদ‍্যালয়ের মাঠে মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ শুরু হল জেলা অষ্টম বই মেলা। বই মেলার উদ্বোধন করেন, মাননীয় গ্রন্থগার মন্ত্রি, জনাব সিদ্দকুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, বিধায়ক নিশীথ মালিক, এসপি সায়ক দাস, ডিএম আয়েষা রাণী, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলোনের মাধ্যমে অষ্টম বইমেলার উদ্বোধন করে জনাব সিদ্দকুল্লাহ চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বইমেলাকে শহর থেকে গ্রামে ছড়িয়ে দিয়েছেন। মোবাইল ভবিষ্যতে মানুষের চোখ ও মস্তিস্কের ক্ষতি করবে কিন্তু বই করবে না। তিনি প্রত্যেক বই কিনে আত্মীয স্বজনদের উপহার দিতে বলেন। মেলা ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে, দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত। মোট ৮৮টি স্টল রয়েছে বই মেলায়। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনার থাকবে।