|
---|
সংবাদদাতা : মেমারির বৈদ্য ডাঙ্গা গার্লস হাইস্কুলে স্বাধীনতা দিবস উদযাপিত হল। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস টি বৈদ্য ডাঙ্গা গার্লস উচ্চ বিদ্যালয় মর্যাদার সঙ্গে পালন করল। এদিন সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নজর কাড়ার মত ছাত্রীয় শিক্ষিকা, শিক্ষা কর্মী ও বিদ্যালয় পরিচালনা কমিটির কর্তারা উপস্থিত থেকে বিভিন্ন সালের মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে আক্ষরিক অর্থে বর্ণময় করে তোলেন। দিনের বিশেষ আকর্ষণ ছিল বসে আঁকা প্রতিযোগিতা। বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর ছাত্রীরা এই বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ দিনই কৃতি ছাত্রীদের পুরষ্কৃত করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ দত্ত জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা সিংহ রায় নেপথ্য থেকে অকৃত্রিমভাবে সহযোগিতা করেন। বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকারা এই মহতী অনুষ্ঠানে আন্তরিকভাবে সহযোগিতা করেন। ছুটির দিন থাকা সত্ত্বেও এদিন ছাত্রীদের মিড ডে মিলের খাবারের সঙ্গে ভালো ভালো মেনু খাওয়ানো হয়। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি পরিবেশিত হয়।