মেমারির চকদীঘি মোড়ে পুলিশের নাকা চেকিং।

নূর আহমেদ : মেমারি থানার পুলিশের পক্ষ থেকে এদিন শুক্রবার রাত্রি সাড়ে নটা নাগাদ নাকা চেকিং মেমারির চকদিঘী মোড়ে।

    চার চাকা যাত্রীবাহী যানবাহন দাঁড় করিয়ে চলছে চেকিং। চার চাকা গাড়ির ডিকি খুলেও চলছে তল্লাশি। মোট কুড়িটি যাত্রীবাহী চার চাকা গাড়িতে এদিন তল্লাশি চালানো হয় বলে জানা যায় পুলিশ সূত্রে। এবং তল্লাশিতে তেমন কিছু সন্দেহ জনক পাওয়া যায়নি বলেও জানা যায়।