মেমারি কলেজের উদ্যোগে ১০০ জনের রক্তদান শিবির করা হয়

সেখ সামসুদ্দিন, ১ ডিসেম্বরঃ মেমারি কলেজের উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ১০০ জনের রক্তদান শিবির মেমারি কলেজ এনসিসি এনএসএস বিভাগ সহ সকল ছাত্র-ছাত্রী অধ্যাপক অধ্যাপিকা ও নন টিচিং কাব্যের সক্রিয় অংশগ্রহণে এদিনের রক্তদান শিবির হয়। রক্তদান শিবির পরিদর্শন করেন ও শুভেচ্ছা জানান মেমারি বিধানসভার বিধায়ক তথা কলেজের সভাপতি মধুসূদন ভট্টাচার্য‍্য। উপস্থিত ছিলেন মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী সহ অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ। পরে এসে উপস্থিত হন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী সহ অন্যান্য অফিসারবৃন্দ।এদিন ৩২ জন ছাত্রী অধ‍্যাপিকা সহ ৯৯ জন রক্ত দেন।