মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে আর্ট ক্রাফ্ট বিজ্ঞান প্রদর্শনী

নূর আহমেদ, মেমারি ৬ অক্টোবর। পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মেমারি ক্রিস্টাল মডেল স্কুল দুই দিনব্যাপী অনুষ্ঠান হয়। থিম ছিল ইকো ফিউশন। প্রদর্শনীতে সায়েন্স এক্জিবিশন, আর্ট এন্ড ক্রাফট এক্জিবিশন, ক্যুইজ, ডিবেট, ডকুমেন্টারি, প্রেজেন্টেশন এবং কোডিং কম্পিটিশন হয়েছে । প্রতিযোগিতায় ক্রিস্টাল স্কুল ছাড়াও ২০ টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের চেয়ারম্যান সৌভিক রায়চৌধুরী বলেন বর্জ্য পদার্থ দিয়ে বিভিন্ন মডেল বানিয়ে প্রতিযোগিতা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে বার্তা দেওয়া হচ্ছে লার্নিং, শেয়ারিং এন্ড গ্রোয়িং । দ্বিতীয় দিনে হয় বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী। বিজ্ঞান ভিত্তিক সেমিনারে অংশগ্রহণ করেন বিশিষ্ট বিজ্ঞানী ও বিড়ালা প্ল্যানটোরিয়ামের ডিরেক্টর ডা. দেবীপ্রসাদ দুয়ারী। তিনি সোলার সিস্টেম নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করেন।