|
---|
সেখ সামসুদ্দিন, ৭ জানুয়ারি, মেমারি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ায় বসন্ত বিলাপ সংঘ ও আঁচল এর উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে একটি রক্তদান শিবির করা হয়। বর্ধমান কেমরি হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিনের রক্তদান শিবির করা হয়। উদ্যোক্তারা জানান ৪০ থেকে ৫০ ইউনিট লক্ষ্যমাত্রা রেখে এদিনের রক্তদান শিবির এবং কমপক্ষে ১০ থেকে ১১ জন মহিলা রক্ত দিচ্ছেন। উপস্থিত ছিলেন মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।