মেমারির দেবীপুরে অবরোধ বিক্ষোভ, একেবারে ন্যায্য দাবিতে বিক্ষোভ, চাই পানীয় জল,

নূর আহমেদ, মেমারি : পানীয় জল না পেয়ে এদিন সোমবার মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের দেবীপুর জিটি রোড এলাকার সাধারণ মানুষ ফাঁকা বালতি হাতে রাস্তায় নেমে দেবীপুর বুলবুলিতলা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো, মহিলারাও তাদের ছোট্ট সন্তানদের কোলে নিয়ে বিক্ষোভ অবরোধে হলেন শামীল।

    স্থানীয়দের কথায় জানা যায় পাড়ায় নেই কোন পি এইচ ই জলের পাইপ, তাই পানীয় জলের জন্য ছুটতে হয় কারো বাড়ি অথবা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে। এটা একদিনের নয়, নিত্যদিনের সমস্যা।

    স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্য কে মৌখিক ভাবে জানিয়েও হয়নি কোনো সুরাহা।

    তাই এদিন সেই পানীয় জলের দাবি নিয়ে ফাঁকা বালতি হাতে রাস্তায় এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে দেখালো বিক্ষোভ। বিক্ষোভরত অবরোধকারীদের অভিযোগ এবং মূলত দাবি কি, শুনুন তাদের মুখ থেকেই…..

    স্থানীয়রা অভিযোগ করছেন যে তারা নাকি বিজেপি সমর্থক এবং সেই জন্যেই তারা নাকি জল পায় না, এমনটাই নাকি বলেছেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য অজয় চন্দ,স্থানীয়দের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্যের, পাশাপাশি অজয় চন্দ বলেন যে ন্যায্য দাবি নিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন, কারণ তিনি জানতেন যে এলাকায় জলের সমস্যা রয়েছে তাই তিনি বারবার PHE দপ্তরের সাথে কথাও বলেছেন। কারণ PHE দপ্তর নাকি এখনো PHE প্রকল্পটিকে স্থানীয় পঞ্চায়েতের কাছে হস্তান্তর করেনি। পঞ্চায়েত কিছুই করতে পারছে না, এলাকায় জলের সমস্যার সমাধান PHE দপ্তরই করবে। কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধানের কোন কার্যকলাপই দেখা যায়নি PHE দপ্তরের। এক কথায় সমস্ত দাই টাই PHE- দপ্তরের উপরেই চাপিয়ে দিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। বিক্ষোভ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। স্থানীয় বিক্ষোভকারী দের সাথে কথা বলে পুলিশ প্রশাসন। এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপেই অবরোধ তুলে নেন অবরোধকারীরা।